মোঃ আমজাদ আলীঃ
"দিনাজপুর জেলার বিরামপুর থানা এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে ওত পেতে থাকা ব্যক্তি সেনাবাহিনীর আইডি কার্ড ও ওয়াকিটকিসহ গ্রেফতার"
গত ২২ এপ্রিল ২০২৫ ইং তারিখে দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানাধীন পৌরসভার ওয়ার্ড নং-৬ এর শান্তির মোড়ে অভিযান চালিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে ওত পেতে থাকা ৩/৪ জন ছিনতাইকারীর মধ্যে একজনকে গ্রেফতার করে এবং বাকি কয়েকজন পালিয়ে যায়।
গ্রেফতারের সময় আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে একটি সেনাবাহিনীর পরিচয়পত্র (ID Card) এবং একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সেনাবাহিনীর সদস্য নয় বলে স্বীকার করেছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা ভুয়া পরিচয় ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করছিল।
উদ্ধারকৃত সামগ্রী জব্দ করে গ্রেফতারকৃত ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে। এ বিষয়ে বিরামপুর থানায় ছিনতাইয়ের চেষ্টা ও সেনাবাহিনীর ছদ্মবেশ ধারণ সংক্রান্ত মামলা রুজু প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫