নড়াইলে ডিবি পুলিশ দেড় কেজি গাঁজাসহ সেরেগুল ইসলাম সেতু (৩৬) নামে এক জনকে আটক করেছে। রোববার সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বুড়িখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত মিজানুর রহমান মোল্লার ছেলে।
পুলিশ জানায়, নড়াইলের ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গাঁজা বিক্রীর উদ্দেশ্যে মাদকব্যবসায়ীরা বুড়িখালী এলাকায় অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ওসি জনাব সুকান্ত সাহা নেতৃত্বে সদর উপজেলার বুড়িখালী এলাকায় অভিযান চালায়।
এসময় সেরেগুল ইসলাম সেতুকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল ও নগদ ৮ হাজার টাকাসহ আটক করা হয়। পুলিশ সুপার প্রবীর কুমার রায় মাদকসহ একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদক আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ ও ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান আছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫