রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুর উপজেলায় বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মোঃ রাজন (২৫) নামে একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ও রাজু আহমেদ (৪০) নামে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএমইউ) মৃত্যু বরণ করেছেন। রাজন উপজেলার আড়বাব ইউনিয়নের হাবিবপুর গ্রামের জামরুল ইসলামের ছেলে ও রাজু আহমেদ লালপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের আমির হোসেনের ছেলে। মঙ্গলবার (২২ এপ্রিল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।
জানা যায়, গত ১২ এপ্রিল হাবিবপুর গ্রামের রাজন তার নিজস্ব কৃষি জমিতে কীটনাশক প্রয়োগের সময় বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৫ টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে গত শুক্রবার (১৮ এপ্রিল) মহেশপুর গ্রামের ট্রাক ড্রাইভার রাজু আহমেদ ময়মনসিংহে ট্রাকের মাল আনলোড করার সময় ঝুলন্ত বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। তৎক্ষনাৎ তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। আইনগত প্রক্রিয়া শেষে উভয়ের লাশ বাড়িতে নিয়ে আসার প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
.
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মমিনুজ্জামান জানান, বিষক্রিয়ার ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।