মোঃ আরিফুল মিয়াঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ফরিদপুর বাস মালিক সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং বর্তমান জেলা বাস মালিক সমিতির সদস্য মো. কাজী ফজলুল হক আর নেই। সোমবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
১৯৪২ সালে উপজেলার রায়পুর ইউনিয়নের হাটঘাটা গ্রামের ঐতিহ্যবাহী কাজী বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯৬ সালের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে রায়পুর ইউনিয়নের জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কর্মময় জীবনে তিনি সততা, আন্তরিকতা ও জনকল্যাণে ভূমিকা রাখার জন্য সকলের কাছে ছিলেন শ্রদ্ধেয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার কন্যা, এক নাতি পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) জোহরের নামাজের পর হাটঘাটা কাজী জোনাবআলি দারুল উলুম মাদ্রাসা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ভাই হাফেজ জায়েদ হাসান জিয়া। জানাজার পর তাকে মাদ্রাসা মসজিদের পাশেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানা যায়, উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, জামায়াতে ইসলামীর ফরিদপুর-১ আসনের মনোনীত প্রার্থী প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা, ফরিদপুর জেলা বাস মালিক সমিতির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।