রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিমুল (৫৫) নামে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। এর মধ্যে আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত শিমুল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে।
সোমবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা থেকে সড়ক দুর্ঘটনায় আহত রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স বেপরোয়া গতিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে যাওয়ার সময় লালপুর উপজেলার নুরুল্লাপুরে শিপন (২৫) নামে এক পথচারীকে এবং লালপুর বাজার ত্রিমোহনী চত্বরে একটি যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দেয়। এতে শিপন আহত হয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। শিপন উপজেলার গৌরীপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
ভ্যানযাত্রী উপজেলার নুরুল্লাপুর গ্রামের মৃত মুসার ছেলে ফজলু (৫০) ও তার মেয়ে ফাতেমা (১৭) কে সাময়িক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন কর্তব্যরত চিকিৎসক। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা গ্রামের সড়ক দুর্ঘটনায় আহত রোগী শিমুলকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার অমৃতপাড়া বাজারে সোনামসজিদ-কুষ্টিয়াগামী (ঢাকা মেট্রো-ট-২৪৭৬৩৮) ট্রাকের সাথে ঢাকা-রাজশাহীগামী (ঢাকা মেট্রো-১৪৮৯৩৮) বিপরীতমুখী ট্রাকের সরাসরি সংঘর্ষ হয়। এ সময় খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান বলে নিশ্চিত করেছেন লালপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা এ. কে. এম. লতিফুল বারী।
এ দুর্ঘটনায় আহতরা হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর কাইমকোলা গ্রামের খলিল সরদারের ছেলে মোঃ হাসান আলী (৩৫) ও একই গ্রামের মোঃ হোসেন আলীর ছেলে সজীব আলী (২৫)। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সকাল ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. মোঃ সুরুজ্জামান শামীম।
ঘটনা দুটি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মোমিনুজ্জামান জানান, উভয় ঘটনাস্থলে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।