রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে নিখোঁজের ১১ দিন পর মাজেদুর ইসলাম (৫৫) নামে এক কবিরাজ ও গরু ব্যবসায়ীর লাশ ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। রবিবার (২০ এপ্রিল) সকালে তার বাড়ির অদূরে ফজলু ব্যাপারীর ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মাজেদুর উপজেলার আব্দুলপুর গ্রামের ইয়াদ আলীর ছেলে।
.
জানা যায়, রবিবার সকাল ৬ টার দিকে স্থানীয়রা ভুট্টা ক্ষেতের পাশে নিহতের লাশ পড়ে থাকতে দেখে তার বাড়িতে খবর দেয়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, মাজেদুর ভালো মানুষ ছিলেন। কারো সাথে শত্রুতা ছিল না। সে কবিরাজি করত। তবে ঋণ নিয়ে জুয়া খেলায় পাওনাদাররা প্রায়ই টাকার জন্য তার কাছে আসতো। ঋণের চাপে সে আত্মহত্যা করে থাকতে পারে।
.
এ বিষয়ে তার স্ত্রী নাসিমা (৫০) ঋণ-দেনা থাকা ও জুয়া খেলার কথা স্বীকার করে জানান, গত ৯ এপ্রিল মাজেদুর গরুর ব্যবসার উদ্দেশ্যে নাটোর যাবে বলে বাড়ি থেকে বের হয়। এরপর তার কোন খোঁজ পাওয়া যায়নি। এ সময় তিনি জানান, তিনি তার স্বামীকে নাটোরের মানুষের সাথে ব্যবসা না করে স্থানীয় মানুষের সাথে ব্যবসা করার কথা বলেছিলেন। এরমধ্যেই গত শুক্রবার সন্ধ্যায় কান্দিপাড়া গ্রামের টুলু নামের এক ব্যক্তির ছেলে তার স্ত্রীকে পাওনা টাকার জন্য শাসিয়ে যান বলে জানান। এরপর রবিবার সকালে বাড়ির অদূরে তার লাশ পড়ে থাকার কথা জানতে পারেন।
.
এ বিষয়ে লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোমিনুজ্জামান সময়ের প্রত্যাশাকে জানান, লাশের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।