মোক্তার হোসেনঃ
রাজবাড়ী জেলার পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের রবিবার (২০ এপ্রিল) পাংশা শহরের আব্দুল মালেক প্লাজার বিশ্বাস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সাধারণ সভায় ত্রি-বার্ষিক নতুন কমিটিতে সর্ব সম্মতিক্রমে মো. শাহজাহান আলী শেখ সভাপতি ও শামসুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি মো. শাহজাহান আলী শেখ ট্রাস্টের বিগত কমিটির সদস্য ছিলেন। তিনি কালুখালীর কালিকাপুর ইউপির আবু জাফর মোহাম্মাদ (এজেডএম) ছাকেন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়া নবনির্বাচিত সাধারণ সম্পাদক শামসুল আলম চতুর্থ বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। তিনি পাংশার যশাই ইউপির উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
.
ট্রাস্টের বিগত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ট্রাস্টের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক শামসুল আলম।
.
ট্রাস্টের নবনির্বাচিত সভাপতি মো. শাহজাহান আলী শেখ, ট্রাস্টের প্রাক্তন সভাপতি ও মোহাম্মদ আলী একাডেমীর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল আলম হুমায়ুন, ট্রাস্টের সদ্য বিদায়ী সভাপতি ও আখরজানী উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোখলেসুর রহমান, কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মুহাম্মদ শাহাদত আলী, সাঁজুরিয়া জেহরা জেরীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গফুর, গোপালপুর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, আমেনা খাতুন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. শাহজাহান আলী, সূর্যদিয়া মদাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল, লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামির হোসেন ও কাচারীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম মিন্টু প্রমূখ শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।
.
সাধারণ সভায় ট্রাস্টের কার্যক্রম আরো সমৃদ্ধ করণের গুরুত্বারোপ করা হয়। খুব শীঘ্রই শিক্ষকদের সাথে আলোচনার মাধ্যমে ট্রাস্টের ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে বলে শিক্ষক নেতৃবৃন্দ জানান। পাংশা ও কালুখালী উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকগণ এবং ট্রাস্টের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
.
উল্লেখ্য, ১৯৮৫ সালে পাংশা উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্ট গঠিত হয়। পাংশা উপজেলা বিভক্ত হয়ে নতুন করে কালুখালী উপজেলা গঠিত হলে ট্রাস্টের নামকরণ করা হয় পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্ট। ট্রাস্ট গঠনের পর থেকে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কার্যকরী ভূমিকা রেখে চলেছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।