মোঃ আরিফুল মিয়াঃ
ফরিদপুরের মধুখালীতে গোল্ডেন লাইন পরিবহন ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক সহ ৫ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় দুই ব্যক্তি মারা গেছেন।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
.
নিহত ব্যক্তিরা হলেন: মিনহাজ বেপারী,(১৫) পিতা- মিঠুন বেপারী, সাং- মেছরদিয়া; মোঃ সোহরাপ মাতুব্বর (৪৫) পিতা- মৃত- হাছেন মাতুব্বর, সাং-কোটবাড়ি লক্ষণদিয়া, উভয় থানা মধুখালী, জেলা ফরিদপুর।
.
এর আগে একই দিন সকাল সাড়ে নয়টার দিকে মেছরদিয়া মোড়ে একটি ব্যাটারি চালিত ভ্যান রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহন ভ্যান টিকে ধাক্কা দিলে ভ্যানে থাকা চালক সহ ৫ জন গুরুতর আহত হন।
.
এলাকাবাসী তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে এ দুই ব্যক্তির মৃত্যু হয়। তাদের মৃত্যুতে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।