আলিফ হোসেনঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। গত ১৯ এপ্রিল শনিবার দিনব্যাপি উপজেলার ৪টি অবৈধ ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
.
এসময় নিয়ম মেনে ইট ভাটা পরিচালনা না করায় এজিআই ও জেএসটার নামের দুটি অবৈধ ইট ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া এএমএম নামের আরো দুটি ভাটা মালিককে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
.
অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগণ ছাড়াও উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা, মোহনপুর থানার এএসআই খালেদসহ পুলিশ ও আনসার সদস্যরা।
.
এবিষয়ে রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন জানান, মোহনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীতে সকল উপজেলায় এই অভিযান পরিচালনা করা হবে।#
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।