রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল বেলাল হোসেন (৭৩) নামে এক বৃদ্ধের।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের লালপুর বাজার সংলগ্ন দক্ষিণ লালপুরে শাকিলের বাড়ির সামনে পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল উদ্দীন উপজেলার নবীনগর গ্রামের মৃত খোকা প্রামাণিকের ছেলে ও লালপুর বাজারের মিমি ইলেকট্রনিক্সের কর্মচারী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়রা সকাল সাড়ে ৬টার দিকে রাস্তার উপর গুরুতর জখম ও অজ্ঞান অবস্থায় বেলাল হোসেনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সুরুজ্জামান শামীম সময়রের প্রত্যাশাকে বলেন, "তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। মাথায় গুরুতর আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে।"
এ বিষয়ে নিহতের ছেলে লালন হোসেন জানান, "আমার বাবা লালপুর বাজারে একটি ইলেকট্রনিক্স দোকানে কাজ করতেন। সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে রাস্তা পার হওয়ার সময় ঈশ্বরদী থেকে রাজশাহীগামী একটি প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।"
দুপুরে জোহরের নামাজের পর নবীনগর ঈদগাহ কবরস্থানে বেলাল হোসেনকে দাফন করা হয়।
ঘটনাটি নিশ্চিত করে লালপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মো. সাজেদুর রহমান বলেন, "সড়ক দুর্ঘটনায় সকাল সাড়ে ৬টার দিকে বেলাল হোসেন নামে বৃদ্ধ শ্রমিকের মৃত্যু হয়েছে। কারো কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫