রিপন সরকারঃ
ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের মৈকুলি এরিস্টো ফ্যাশন লিমিটেডের সামনে গতকাল ১৯ এপ্রিল শনিবার মেঘলা পরিবহনের ভুলতাগামী অজ্ঞাত যাত্রীবাহী বাস ও কাঁচপুরগামী সিএনজি চালিত অটোরিকশার (নারায়ণগঞ্জ-থ-১১-০৯৯৪) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশা চালক আক্তার হোসেন নিহত হন।
তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কাঁচপুর উত্তরপাড়া গ্রামে।
এ দুর্ঘটনায় সিএনজির যাত্রী ভুলতা এলাকার ব্যবসায়ী মাসুদ আলম (৪০) ও তার স্ত্রী মৌসুমী আক্তার (৩০) আহত হন। আহতদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিএনজি চালক আক্তার হোসেনকে কর্ণগোপ ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।