রনি আহাম্মেদ রাজুঃ
সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ একটি বাজে দল, সত্যিকার অর্থে যার প্রত্যেকটি লিডারশিপের হাতে রক্ত। যারা গুমে জড়িত, খুনে জড়িত, ব্যাংক ডাকাতিতে জড়িত। জেনে বুঝে ওই পার্টিতে জয়েন করা ঠিক না।
শুক্রবার সকালে মাগুরা মেডিকেল কলেজ পরিদর্শন শেষে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের সূত্র ধরে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
.
প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা মনে করি পলিটিক্যাল পার্টিতে কারো জয়েন করা ভুল নয়, কিন্তু কোন পার্টিতে জয়েন করছেন, সেই পার্টির মোর্যাল স্ট্যান্ডার্ড কত, সেটি একটি বড় জিনিস। কেউ যদি একটি জঙ্গি পার্টিতে জয়েন করে বলে যে ভুল কিনা-সেটি অবশ্যই ভুল। সাকিব বাংলাদেশের একজন আইকন ছিলেন। সবাই তার খেলা পছন্দ করত। তার খেলা দেখে অনেকে ছেলের নাম রেখেছেন সাকিব আল হাসান। সাকিব যখন আওয়ামী লীগে যোগ দিলেন, নির্বাচনে অংশ নিলেন, ততক্ষণে আমরা কিন্তু জানি যে, আওয়ামী লীগ একটি বাজে দল। জেনে বুঝে একজন ইয়ুথ আইকন হয়ে ওই দলে যোগ দেওয়াটা তার অবশ্যই ভুল ছিল।
.
তিনি বলেন, সাকিব জানত ২০১৪ কিংবা ২০১৮ ইলেকশন কিভাবে রিগিং হয়েছে। তারপরও ওই দলে যোগদান করেছেন। সাকিব মাগুরার ছেলে। ২০২৪ জুলাই-আগস্টে আন্দোলন সারা দেশের মতো মাগুরাতেও হয়েছে। আন্দোলনে নির্মমভাবে তিন-চারটা ছেলে মারা গেছে। সাকিব কখনও বলেনি যে, আমি সরি-আমার নির্বাচনি এলাকায় এমন ঘটনা ঘটেছে। যে ভায়োলেন্স হয়েছে, আমি তার নিন্দা জানাই,কিন্তু তিনি তা করেননি।
.
শুক্রবার বেলা ১১টায় প্রেস সচিব শফিকুল আলম আকস্মিকভাবে মাগুরা মেডিকেল কলেজ পরিদর্শন করেন। মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয়তলায় গড়ে তোলা মাগুরা মেডিকেল কলেজের বিভিন্ন কক্ষ পরিদর্শন এবং কলেজের শিক্ষার্থীদের ফলাফল জেনে সন্তুষ্টি প্রকাশ করেন।
.
তিনি বলেন, রাজশাহী মেডিকেল কলেজের মধ্যে মাগুরা মেডিকেল কলেজের ফলাফল অনেক ভালো। আপাতত মাগুরা মেডিকেল কলেজকে অন্যত্র মার্চ করানো হচ্ছে না।
.
তিনি আরও বলেন, সরকারের উদ্দেশ্য হচ্ছে, মেডিকেল এডুকেশনটিকে হাইয়েস্ট লেবেলে নিয়ে যাওয়া। জোড়াতালি দিয়ে যেন না হয়। শিক্ষার্থীরা যেন বেস্ট কোয়ালিটির এডুকেশন পায়। চাই প্রাইভেট ফান্ড কিংবা পাবলিক ফান্ড যেটিই হোক মাগুরা মেডিকেল কলেজ যাতে উত্তরোত্তর আরও বড় হয়। বাংলাদেশের বেস্ট ডাক্তার যেন মাগুরা থেকে বের হতে পারে।
.
মেডিকেল কলেজ পরিদর্শনকালে মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ কামরুল হাসান, সহযোগী অধ্যাপক ডাক্তার আবদুল্লাহ হেল কাফি, সহকারী অধ্যাপক ডাক্তার দেবাশিস বিশ্বাস, মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।