রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে চাঁদা না পেয়ে এক ব্যক্তিকে মারধর ও প্রকাশ্যে গুলি ছোঁড়ার অভিযোগ উঠেছে মনি সরদার (৩২) নামে এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
.
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামে এ ঘটনা ঘটে।
.
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল রাতে নাগশোষা গ্রামের আকবর সরদারের ছেলে মনি সরদার একই গ্রামের মরহুম লাল মোহাম্মদের ছেলে গোলাম কিবরিয়া কাজলকে (৪৫) অস্ত্রের ভয় দেখিয়ে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এঘটনার জের ধরে শুক্রবার দুপুরে মনি সরদার ও তার সঙ্গে থাকা আরও কয়েকজন মিলে বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ এলাকায় কাজলকে মারধর করে।
.
এক পর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধারে এগিয়ে এলে মনি সরদার প্রকাশ্যে গুলি ছোঁড়ে। গুলিতে কেউ আহত না হলেও এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় লালপুর থানা পুলিশ ও যৌথবাহিনী ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আহত গোলাম কিবরিয়া কাজল জানান, গত বুধবার (১৬ এপ্রিল ২০২৫) রাত সাড়ে ৮টার দিকে তার বাড়িতে এসে মাদক ব্যবসায়ী মনি সরদার ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেওয়ায় তাকে হুমকি দিয়ে চলে যায়।
.
শুক্রবার দুপুরে ইউনিয়ন পরিষদে মনি সরদারের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে কাউকে না পেয়ে বাড়ি ফেরার সময় বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের সামনে তার পথ রোধ করে মনি সরদার ও তার লোকজন। এ সময় চাঁদার টাকা না দিয়ে চেয়ারম্যানের নিকট অভিযোগ করতে আসায় মনি ও তার লোকজন তাকে মারপিট করে আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে সময়ের প্রত্যাশাকে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক ডা. হানিয়ারা।
.
এ বিষয়ে লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোমিনুজ্জামান সময়ের প্রত্যাশাকে জানান, মনি সরদারের নামে লালপুর থানায় মাদক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।