আব্দুল হামিদ মিঞাঃ
বাঘায় পুকুরে গোসল করতে নেমে উপজেলার আলাইপুর মহাজন পাড়া গ্ৰামের সাহারা বেগম নামে ৬২ বছর বয়সের এক নারী মারা গেছে। শুক্রবার (১৮-০৪-২০২৫) দুপুরে গ্ৰামের খুদু প্রামানিকের পুকুরে গোসল করতে নেমে মারা যান ওই নারী।
.
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ওই নারীর চাচাতো ভাই শরিফুল ইসলাম জানান, বয়সের ভারে তার শারীরিক সমস্যা ছিল। সেই কারণে পুকুরে গিয়ে গোসল করতে নিষেধ করা ছিল। তার পরও মাঝে মধ্যে পুকুরে গোসল করতে যেত।
.
এদিন গিয়ে আর ফিরে আসেনি। বিকাল সাড়ে পাঁচটায় জানাযার নামাজ শেষে এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানান শরিফুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।