মোঃ হুমায়ুন কবিরঃ
ফরিদপুর জেলার সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নাজমুল হাসান যোগদান করেছেন। ১৭ এপ্রিল বৃহস্পতিবার রাতে তিনি কর্মস্থলে যোগদান করে সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোতালেব হোসেন খোকনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এ কর্মরত ছিলেন। ২০০৫ সালে তিনি সাব-ইন্সপেক্টর পদে সর্বপ্রথম পুলিশ বাহিনীতে যোগদান করেন।
নবাগত ওসি নাজমুল হাসান বলেন, "ন্যায়ের পক্ষ থেকে কাজ করে যাবো। কোনো প্রকার অন্যায়ের সাথে পুলিশ আপোষ করবে না। আইন শৃঙ্খলা রক্ষা, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সন্ত্রাস দমনে সকলের সহযোগিতা কামনা করছি।"
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।