মানিক কুমার দাসঃ
কাঁফনের কাপড় মাথায় বেঁধে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে "৮৭-এর কাফন আন্দোলন" এর ন্যায় কাফনের কাপড় মাথায় বেঁধে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ ছাত্রদের উদ্যোগে, পলিটেকনিকের কম্পিউটার বিভাগের পঞ্চম পর্বের ছাত্র নাফিজুল ইসলাম রোহানের সভাপতিত্বে ফরিদপুর পলিটেকনিক ক্যাম্পাসের অভ্যন্তরে মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৭ম পর্বের ছাত্র বুলবুল আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৭ম পর্বের ছাত্র মোঃ সজল, কম্পিউটার বিভাগের পঞ্চম পর্বের ছাত্র দাউদ শেখ, মেকানিক্যাল বিভাগের সপ্তম পর্বের ছাত্র মোহাম্মদ তরিকুল, সিভিল বিভাগের সপ্তম পর্বের ছাত্র মোঃ আশিক, শফিকুল ইসলাম, মেকানিক্যাল তৃতীয় পর্বের ছাত্র শাকিবসহ পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ।
এ সময় ছাত্ররা বলেন, “আজ আমরা কাফনের কাপড় মাথায় নিয়ে বের হয়েছি। আমাদের ছয় দফা দাবি মৌখিকভাবে যেভাবে স্বীকৃতি দিচ্ছেন, ঠিক একইভাবে তা লিখিতভাবে স্বীকৃতি দিন। আমাদের দাবি না মানা হলে ভবিষ্যতে আমরা আরো কঠোর আন্দোলনে যাব।”
তারা এ ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।