হুমায়ন আহমেদঃ
সিঙ্গাপুর প্রবাসী আলমডাঙ্গা ভাংবাড়ীয়া ইউনিয়নের মহেশপুর গ্রামের আলিম বিশ্বাসের ছেলে সায়ের আলী (৪৫) স্ট্রোক জনিত কারণে মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
.
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ২টার দিকে সিঙ্গাপুর ডরমিটরিতে সায়ের আলি স্ট্রোকে আক্রান্ত হয়ে ঘরের মেঝেতে পড়ে যায়। সেখান থেকে তার সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ড.তাকে মৃত ঘোষণা করেন।
.
বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার ভোর ৫টায় সায়ের আলির মৃত্যু সংবাদ বাড়িতে পৌঁছে। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় সায়ের আলির পিতা - মাতা , স্ত্রী সন্তানসহ এলাকাবাসী হতবাক হয়ে যান।
.
জীবন জীবিকার তাগিদে ৯ মাস আগে সায়ের আলি সিঙ্গাপুর যান। তিনি ৩ কন্যা সন্তানের জনক। বড় মেয়ে লামিয়া ১০ম শ্রেনীর ছাত্রী, মেঝ মেয়ে সামিহা বয়স ৫ বছর আর ছোট মেয়ে সিনথিয়া বয়স মাত্র দেড় বছর।
.
আগামী সোমবার অথবা মঙ্গলবার সায়ের আলির মৃত দেহ দেশে আসতে পারে বলে জানিয়েছেন তার পরিবার।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫