মোঃ মোক্তার হোসেনঃ
রাজবাড়ী জেলার পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) দেবব্রত সরকারকে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তার নিজ কার্যালয়ে ফুল ও ‘বৈশাখী কবিতা’ সাহিত্য সংকলন হাতে দিয়ে বাংলা ১৪৩২ নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন বৈশাখী কবিতা পরিষদের নেতৃবৃন্দ।
.
বৈশাখী কবিতা সাহিত্য সংকলনের প্রকাশক ডা. ধীরেন্দ্রনাথ বিশ্বাস এবং সম্পাদক প্রান্তোষ কুন্ডু ও মো. মোক্তার হোসেনের সমন্বয়ে প্রতিনিধিদল সকাল ১০টার দিকে সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেলের কার্যালয়ে যান। তারা ফুল ও ‘বৈশাখী কবিতা’ সাহিত্য সংকলন হাতে দিয়ে সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকারকে বাংলা ১৪৩২ নতুন বছরের শুভেচ্ছা জানান।
.
পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার ‘বৈশাখী কবিতা’ সাহিত্য সংকলনের প্রকাশক ও সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, অবাধ ও মুক্ত চিন্তাই একজন মানুষকে সৃষ্টিশীল করে তুলতে পারে। এই সৃষ্টিশীলতাই একজন মানুষকে গড়ে তোলে পরিপূর্ণ বিবেকবান এবং দায়িত্বশীল মানুষ। স্বাধীন দেশের আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে একটি উন্নত জাতি গঠন আজ খুবই প্রয়োজন। আমাদের তরুণ প্রজন্মের প্রতিনিধিরা একদিকে হবে মুক্তচিন্তার বিজ্ঞানমনস্ক এবং আধুনিক প্রগতিশীল, পাশাপাশি তারা হবে আন্তর্জাতিক মানের দক্ষ ও সৃষ্টিশীল মানুষ।
.
তিনি বলেন, নতুন প্রজন্মের সকলকে শিক্ষার পাশাপাশি সৃজনশীল কর্ম উদ্যোগ ও উন্নত সংস্কৃতি চর্চার পথ উন্মুক্ত করতে হবে। যার মধ্য দিয়ে আগামী দিনে আমরা একটি সুন্দর মননশীল জাতি উপহার দিতে পারি।
এবছর পাংশা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ডা. ধীরেন্দ্রনাথ বিশ্বাসের প্রকাশনায় এবং বিশিষ্ট ব্যবসায়ী প্রান্তোষ কুন্ডু ও সাংবাদিক মো. মোক্তার হোসেনের যৌথ সম্পাদনায় ‘বৈশাখী কবিতা’ সাহিত্য সংকলন ১৪৩২ প্রকাশিত হয়েছে। ডা. ধীরেন্দ্রনাথ বিশ্বাস প্রতি বছর ‘বৈশাখী কবিতা’ সাহিত্য সংকলন প্রকাশনা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
.
উল্লেখ্য, পুলিশের পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী থানার সমন্বয়ে পাংশা সার্কেল। দেবব্রত সরকার পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে ২০২৪ সালের ২০ অক্টোবর যোগদান করেন। যোগদানের পর থেকে জেলা পুলিশ এবং থানা পুলিশের সমন্বয়ে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধ প্রবণতা রোধে তিনি কার্যকরী ভূমিকা রেখে চলেছেন।
.
বৃহস্পতিবার শুভেচ্ছা বিনিময়কালে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে লেখক-সাংবাদিকসহ সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।