মোঃ নুরুল ইসলামঃ
সাধারণ মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন মোঃ সিদ্দিকুর রহমান (৪৫)। অবশেষে ফরিদপুর জেলার সদরপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
.
গ্রেফতারকৃত সিদ্দিকুর রহমানের বাড়ি ঠাকুরগাঁও জেলার রাজাগাঁও ইউনিয়নের খালপাড়া গ্রামে। তার পিতার নাম মৃত সোলেমান রহমান।
.
সিদ্দিকুর রহমান গ্রামের প্রত্যন্ত এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সখ্যতা গড়ে তোলে। পরে নিজেকে স্বর্ণের বার (Gold Bar) মালিক বলে পরিচয় দিয়ে তা বিক্রির কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। স্বর্ণের লোভে পড়ে অনেকে তার ফাঁদে পা দেন।
.
সদরপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়ায় মামলা গ্রহণ করা হয় এবং তদন্ত শুরু হয়েছে।
.
সদরপুর থানা কর্তৃপক্ষ সাধারণ মানুষকে প্রতারকদের সম্পর্কে সতর্ক থাকতে এবং এ ধরনের ঘটনায় পড়লে দ্রুত থানায় যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।