ইসমাইল হোসেন বাবুঃ
কুষ্টিয়ার ভেড়ামারা-রায়টা সড়কের মোকারিমপুর ইউনিয়নের জিএম গেটের চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বুধবার রাত ১০টার সময় ড্রাম ট্রাকে পিষ্ট হয়ে ছাগল ব্যবসায়িক আহম্মেদ পুরো (৩৬) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
.
বুধবার রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত ২ ঘণ্টা ভেড়ামারা-রায়টা সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। নিহত আহম্মেদ পুরো (৩৬) বাহাদুপুর ইউনিয়নের কৈগাড়ী পাড়ার কামাল আহাম্মেদের ছেলে। ঘাতক ড্রাম ট্রাকটি আটক করলেও ড্রাইভার ও হেলপার পালাতক রয়েছে।
.
ভেড়ামারা থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার সময় উপজেলার মোকারিমপুর ইউনিয়নের জিএম গেটের চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘাতক ড্রাম ট্রাকের পিষ্ট হয়ে আহম্মেদ পুরো অটো যাত্রী নিহত হয়েছে। আহম্মেদ পুরোকে ঘাতক ড্রাম ট্রাকের পিষ্ট হলে তার দেহ ৯টি স্থানে ছিন্ন বিছিন্ন অবস্থায় পড়ে থাকে।
.
সে অত্র এলাকার ছাগল ব্যবসায়িক হিসাবে পরিচিত। তাই মরদেহ ছিন্ন বিছিন্ন দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। এলাকাবাসী বুধবার রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত ২ ঘন্টা ভেড়ামারা-রায়টা সড়ক অবরোধ করে রাখে।
.
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সঠিক বিচারের আশ্বাস দিলে এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেয়। ঘাতক ড্রাম ট্রাকটি আটক করলেও ড্রাইভার ও হেলপার পালাতক রয়েছে।
.
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় ড্রাম ট্রাকের পিষ্ট হয়ে আহম্মেদ পুরো নিহত হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।