আনিসুর রহমানঃ
নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে রাতের আঁধারে পুকুর খননকারীদের ৫টি ভেকুর ব্যাটারি ও টুলবক্স জব্দ করেছে সেনাবাহিনী।
.
বুধবার রাতে উপজেলার পাঁচুড়িয়া, বাঁশবাড়িয়া ও জামনগর এলাকায় অভিযান পরিচালনা করে ৫টি ভেকুর ব্যাটারি ও টুলবক্স জব্দ করে সেনাবাহিনীর একটি চৌকস দল। তবে অভিযানের কথা জানতে পেরে ঘটনা স্থল থেকে সেনাবাহিনী পৌছানোর আগেই সটকে পড়ে পুকুর খননকারীরা।
.
এ তথ্য নিশ্চিত করেছেন সেনাবাহিনীর লালপুর ক্যাম্পের অধিনায়ক ইশতিয়াক আহমেদ। তিনি জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।