বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রুনা সুলতানা (২৩) নামের এক নারী। তিনি মালয়েশিয়া প্রবাসী ফেরদৌসের স্ত্রী। বুধবার (১৬ এপ্রিল) গভীর রাতে উপজেলার ঘোষপুর ইউনিয়নের পূবিলা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
.
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর ধরে মালয়েশিয়ায় কর্মরত রয়েছেন ফেরদৌস (৩০)। তার স্ত্রী রুনা সুলতানা ছয় বছর বয়সী ছেলেকে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করতেন।
.
বুধবার রাতে তাদের শিশুপুত্র কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। শিশুটির সহায়তায় ঘরের দরজার ছিটকিনি খুলে তারা দেখতে পান রুনা সুলতানা গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন।
.
খবর পেয়ে রাত ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
.
রুনার দেবর সাদ্দাম বলেন, “ভাতিজা হঠাৎ করে কেঁদে উঠলে আমরা দৌড়ে যাই। ছেলেটিকে দিয়ে দরজা খোলানোর পর দেখি ভাবি গলায় ফাঁস দিয়ে ঝুলছেন।”
.
বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল মোল্যা জানান, “খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে যাই এবং ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।”
.
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার ফরিদপুর পাঠানো হয়েছে।”
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।