হানিফ উদ্দিন সাকিবঃ
নোয়াখালী হাতিয়ায় উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্ভোধন করা হয়েছে।
.
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
.
উপজেলা কৃষি অফিস জানায়, ২০২৪-২৫ অর্থ বছরে খরিফ-১/২০২৫-২৬ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আউশ বীজ ও রাসায়নিক সার (ডিএপি ও এমওপি) বিতরণ করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে প্রতি কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি রাসায়নিক সার প্রদান করা হয়।
.
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ, কৃষি সম্প্রসারণ অফিসার সুবাস চন্দ্র পাল, সাংবাদিক জিএম ইব্রাহিম, ইফতেখার হোসেন তুহিন প্রমূখ।
.
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ বলেন, হাতিয়া উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে প্রত্যন্ত ৫টি ইউনিয়নে তালিকাভূক্ত কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে উফশী আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। অন্য ইউনিয়নের গুলো উপজেলা কৃষি অফিস থেকে পর্যাক্রমে বিতরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।