বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় নসিমনের চালক নিহত এবং দুইজন যাত্রী আহত হয়েছে।
.
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদী ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। নিহত নসিমন চালক ইমন ব্যাপারী (২৭) মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকার খলিল বেপারীর ছেলে । গুরুতর আহত দুই যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ।
.
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদী ইউনিয়ন পরিষদের সামনে একটি যাত্রীবাহী নসিমনকে পিছন থেকে একটি পাথর বোঝাই ট্রাক ধাক্কা দেয় । এসময় নসিমনের চালক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং নসিমনের দুইজন যাত্রী গুরুতর আহত হয় ।
.
মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।