আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে মোঃ ওয়াসিম (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার চৌডালা ইউনিয়নের পশ্চিম সাহেব গ্রামের নেস মোহাম্মদের ছেলে।
.
বৃহস্পতিবার ( ১৭ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার চৌডালা ইউনিয়নের শুক্রবাড়ি গরিয়া বাজার পার্শ্ববর্তী টুনু ডাক্তারের আম বাগানে এই ঘটনা ঘটে।
.
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, পরিবার ও এলাকাবাসী সূত্র জানা যায় মৃত ওয়াসিম দীর্ঘ দিন যাবত মানসিক ভারসাম্যহীন ছিলো। সে
.
বুধবার রাত ৯টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৬টার মধ্যে যে কোন সময় পার্শ্ববর্তী টুনু ডাক্তারের আম বাগানে আমের ডালের সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে এলাকাবাসী আমের গাছে লাশ ঝুলন্ত অবস্থায় দেখে পরিবার ও পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।