মোঃ মোক্তার হোসেনঃ
রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার ২নং ওয়ার্ডের মৌকুড়ী মোল্লা পাড়া গ্রামে প্রতিবেশীর আম গাছ থেকে ২টি আম পাড়ার ঘটনায় রাফি সরদার অরফে রাব্বি (১০) নামের এক শিশুকে গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পাংশা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। শিশু রাব্বির পিতা মো. রবিউল ইসলাম বাদী হয়ে প্রতিবেশী শামীম সরদারকে আসামী করে এ মামলাটি দায়ের করে। পাংশা মডেল থানা মামলা নং ১০।
.
জানা যায়, ১৫ এপ্রিল বিকাল ৩টার দিকে মৌকুড়ী মোল্লা পাড়া গ্রামের রবিউল ইসলামের শিশু পুত্র রাফি সরদার অরফে রাব্বি প্রতিবেশী মৃত হবিবর সরদারের ছেলে শামীম সরদারের মালিকানাধীন আম গাছ থেকে না বুঝে ২টি আম পাড়ে।
.
এ ঘটনায় শিশু রাব্বিকে আটক করে মেহগনি গাছের সাথে গামছা দিয়ে বেঁধে মারধর ও ভয় ভীতি প্রদর্শন করে মৌকুড়ী মোল্লা পাড়া গ্রামের শামীম সরদার। মারধরের ঘটনায় শিশু রাব্বির শরীরের বিভিন্ন স্থানে ফুলা-জখম হয়। শিশু রাব্বির কান্নাকাটির শব্দ শুনে পরিবার ও আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছিলে শামীম সরদার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঘটনার নিন্দা জানায়।
.
এদিকে, ঘটনার পরপরই রাব্বির পরিবার সেখান থেকে রাব্বিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাংশা হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে শামীম সরদারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে শিশু রাব্বির পিতা রবিউল ইসলাম।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন আম পাড়া নিয়ে শিশুকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় থানায় মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেন। আসামী গ্রেফতারে থানা পুলিশ তৎপর রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।