ইসমাইল হোসেন বাবুঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে।
.
আজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় ভেড়ামারা উপজেলা কৃষি অফিস চত্ত্বরে এসব বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ।
.
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা'র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন। কৃষি সম্প্রসারণ অফিসার আশফাকুর রহমান, উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা, ডাঃ কানিজ ফারজানা, উপজেলা সমাজসেবা অফিসার ইমদাদুল হক বিশ্বাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ।
.
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা জানান, উফশী আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ বছর উপজেলার ১০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।
.
৯০০ জন পাটচাষি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১ কেজি করে বীজ, ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।
.
বিনামূল্যের এসব সামগ্রী কৃষি উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।