আজকের তারিখ : এপ্রিল ১১, ২০২৫, ৯:৫৯ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ৫, ২০২০, ১০:১১ পি.এম
নড়াইলে এতিম শিশু, বেদেপল্লী ও মানসিক ভারসাম্যহীনদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নড়াইলে স্বপ্নের খোঁজে ফাউন্ডশনের উদ্যাগে এতিম শিশু, বেদেপল্লী ও মানসিক ভারসাম্যহীনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।। শনিবার (০৫.১২.২০) রাতে শহরের পুরাতন বাস টার্মিনাল চত্বরসহ আউড়িয়া ইউনিয়নের সীমাখালী এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টারিয়া কলেজের অধ্যাপক ও ২৩তম বিএনসিসি ব্যাটালিয়ন কমান্ডার এম আব্দুর রহিম, স্বপ্নের খোঁজে ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মির্জা গালিব সতেজ, এম এম অনিক, শাহ পরাণ, সাকিল, সোহাগ, সৌরভ, রফিক, জনি, সামিম, রাজসহ অনেকে।
ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজ বলন, করোনা ভাইরাসের শুরু থেকেই আমরা অসহায় মানুষের পাশে ছিলাম। এখন শীত মৌসুমের শুরুতেই এতিম শিশু, বেদেপল্লী ও মানসিক ভারসাম্যহীনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। আমাদের এ প্রচষ্টা শীত মৌসুম জুড়ে অব্যাহত থাকবে। অসহায় মানুষের শীত নিবরণের চেষ্টা করব আমরা।
অধ্যাপক এম আব্দুর রহিম এ ধরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্বপ্নের খোঁজে ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজসহ কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শীতের শুরুতে এতিম শিশু, বেদেপল্লী ও মানসিক ভারসাম্যহীনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে ভালো দষ্টান্ত সৃষ্টি করেছেন। তাদের এ ধরণের কাজে অন্যরা উৎসাহিত হবেন বলে আশা করি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha