বোরহানুজ্জামান আনিসঃ
ফরিদপুরের নগরকান্দায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদনহীন পাটকাঠির (ছাই) চারকোল প্রস্তুতকারী "এলাইট কার্বন লিমিটেড" নামক একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
.
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে উপজেলার চরযশোরদি ইউনিয়নের গোপালকোরদি গ্রামের আশ্রয়ন প্রকল্পের পাশে গড়ে ওঠা অবৈধ কারখানাটিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুম বিল্লাহ।
.
এ সময় কারখানাটির সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয় এবং কারখানাটি সিলগালা করে দেয়া হয়।
.
অভিযানকালে ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাঈদ আনোয়ার, পরিদর্শক টিপু সুলতান সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
.
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুম বিল্লাহ বলেন, উপজেলার গোপালকরদী নামক স্থানে অবৈধভাবে পাটকাঠি পুড়িয়ে চারকোল প্রস্তুতের মাধ্যমে বায়ু দূষণ করে আশেপাশের জনসাধার সহ পরিবেশের ক্ষতি সাধন করা অভিযোগ ছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এমনকি প্রতিষ্ঠানটির অনুকূলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় কারখানাটিতে অভিযান চালানো হয়। পরে কারখানাটি সকল কার্যক্রম বন্ধ করে দেয়া সহ সিলগালা করে দেয়া হয়।পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।