প্রদীপ্ত চক্রবর্তীঃ
বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও ইতিহাসের ধারক বাহক ১লা বৈশাখ শুভ বাংলা নববর্ষ উপলক্ষে পটিয়ার হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদ বর্ণাঢ্য অনুষ্ঠানমালা আয়োজনের মাধ্যমে উদযাপন করেছে বর্ষবরণ ' ১৪৩২ বাংলা '। গতকাল ১লা বৈশাখ বিকাল ৪ টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বর্ষবরণের সূচনা হওয়ার পর আনন্দধারা শিল্পী গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় নতুন বছরকে স্বাগত জানিয়ে সমবেত ও জাতীয় সংগীত ।
.
অতঃপর রাজু দাশগুপ্তের সঞ্চালনায় একক আবৃত্তি পরিবেশন করে প্রত্যাশা চক্রবর্তী , সৌহ্রদ্য দাশগুপ্ত , শিবা প্রিয়া চৌধুরী ও মেধা মল্লিক । একক সংগীত পরিবেশন করে অত্রি চক্রবর্তী ,অরিত্রি বিশ্বাস , শর্মিলী চৌধুরী ও শিপ্রা চক্রবর্তী । সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণের পর প্রত্যয় চক্রবর্তীর পৃষ্ঠপোষকতায় বিপ্লবী হিমাংশু চক্রবর্তী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয় । রাত ৮ টায় শুরু হয় আনন্দধারা শিল্পী গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় দলীয় নৃত্য ।
.
অতঃপর অনুষ্ঠিত হয় রুপন কান্তি দাশগুপ্তের পৃষ্ঠপোষকতায় শচীন্দ্র দিপালী স্মৃতি লাকী কূপন ড্র । রাত ৯ টায় শুরু হয় এটিএন বাংলার সেরা কন্ঠ শিল্পী পিংকি দাসের পরিবেশনায় মিউজিকাল কনসার্ট । সবশেষে অনুষ্ঠানে আগত দর্শকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।