কমরেড খোন্দকারঃ
বাংলার সংস্কৃতি বিদেশের মাটিতে সমুন্নত রাখতে এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াসে সুইজারল্যান্ডের আন্তর্জাতিক শহর জেনেভায় যথাযোগ্য মর্যাদা ও ধুম ধামের সাথে উদযাপন করা হলো বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও বাংলা বর্ষবরণ ১৪৩২। জেনেভা শহরে বসবাসকারী বাংলার সংস্কৃতি প্রেমী প্রবাসী বাঙ্গালীদের সংগঠন “জেনেভা বাংলাদেশ কমিউনিটি” এর উদ্যোগে দিনব্যাপী এই বৈশাখী মেলা ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতেই বাঙ্গালীর ঐতিহ্যবাহী রং বেরঙের পোষাকে ও নানা ধরনের ব্যানার ও হরেক রকমের ফেস্টুন হাতে বাদ্যবাজনার তালে তালে বিপুল সংখ্যক বাঙ্গালী ও বিভিন্নদেশের নারীপুরুষ,কিশোর-কিশোরী ও শিশুদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য মঙ্গলশোভাযাত্রার আয়োজন করা হয়।
.
বর্নাঢ্য এই শোভাযাত্রা শেষে জেনেভা উভ্রিয়ে ইউনিভার্সিটি অডিটোরিয়াম হলে বাংলাদেশের শাড়ী, চুড়ী, খেলনা, ঐতিহ্যবাহী পিঠা-পুলি, ফোস্কা-চাট ও খাবারের হরেক রকমের স্টল দর্শক ও অংশগ্রহণকারীদের জন্য খুলে দেয়া হয়।অপরাহ্ণ ১৪:০০ ঘটিকায় মধ্যহ্নভোজে অংশ নেন মেলার উদ্যোক্তাসহ অংশগ্রহনকারী ও অতিথিবৃন্দ। মধ্যাহ্নভোজ শেষে সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে ও সদস্যসচিব মাসুম খান দুলালের সঞ্চালনায় বর্ষবরণ উপলক্ষে উপস্থিত অতিথিবৃন্দের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন জমাদার নজরুল ইসলাম, শ্যামল খান, খলিলুর রহমান, পলাশ বড়ুয়া, অশোক কুমার রবি, দেবনাথ মাধব, মশিউর রহমান প্রমুখ।
শশী খানের নেতৃত্বে ও সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও ফ্রান্স থেকে আগত শিল্পীদের সমন্বয়ে নাচ ও গানের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভসূচনা হয়। এসময় সঞ্চালনায় সহযোগিতা করেন গৌড়ি চরণ সসীম। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ এসো এসো গানের মাধ্যমে শুরু হওয়া এই সাংকৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আশরাফুল ইসলাম আজাদ, গৌরিচরণ রিমি, সমিরন বড়ুয়া জিশু, রুমি বড়ুয়া, তুলি বড়ুয়া, শফিকুল আইয়ান জুনায়েদ, ভ্যানিলা বড়ুয়া সহ আরো অনেকে।
.
নৃত্যে ও ঐতিহ্য প্রদর্শনে অংশগ্রহণ করেন লিমা বড়ুয়া, বিনা ফিলিপ, শিশু শিল্পী মায়া জুনায়েদ রোডরিগেস, এলিনা গৌরিচরন, রিয়ানা গৌড়ীচরন, রুদ্র দেব বড়ুয়া, রাজদিপ বড়ুয়া, উৎস খান প্রমুখ।
.
অপরাহ্ন ১৯:০০ ঘটিকায় আবার জমবে মেলা বটতলা হাটখোলা গান ও নিত্যৃর তালের মাঝে এই সাংকৃতিক অনুষ্ঠান সমাপ্ত হয়। আনন্দ মুখর পরিবেশে র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী শেষে মোঃ মহসিন সবাইকে আবারো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষনা করেন।
.
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মজুমদার শাহীন, মোহাম্মদ আকবর আলী, কল্লান পাল, সালে আহাং সাজু, আব্দুর রব, জাভেদ চৌধুরী, টিপু সুলতান, অসংক্ষ বড়ুয়া,আজগর হোসেন, ফুয়াদ হাসান, তারেক আল মাহমুদ, তপু বড়ুয়া, জাহিদ চৌধুরী সহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫