রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে জাল পাসপোর্ট তৈরি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। থানা পুলিশ সোমবার (১৪ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠিয়েছে।
আটককৃত আরিফুল ইসলাম (৩৫), উপজেলার গোপালপুর পৌরসভা সংলগ্ন শিবপুর খানপাড়া গ্রামের মোঃ আনারুল ইসলামের ছেলে।
লালপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ৩টার দিকে আরিফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৪টি ইয়াবা ট্যাবলেট ৫টি জাল ডিপ্লোমেটিক পাসপোর্ট ১১টি জাল সবুজ পাসপোর্ট ৪টি ক্রেডিট কার্ড ৩টি রেজিস্ট্রেশনবিহীন মোবাইল সিম কার্ড বিভিন্ন দেশি-বিদেশি আইডি কার্ড বিসিএস কর্মকর্তার ভুয়া সিল অসংখ্য পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং জাল পাসপোর্ট তৈরির বিভিন্ন উপকরণসহ তাকে আটক করে যৌথবাহিনী।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মোমিনুজ্জামান 'সময়ের প্রত্যাশা'কে জানান, জাল পাসপোর্ট, পাসপোর্ট তৈরির সরঞ্জাম ও মাদকসহ আরিফুলকে আটক করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পাসপোর্ট আইন অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫