মোঃ ইনামুল খন্দকারঃ
মধুখালীতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটি জমকালো র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাপ্ত হয়।
র্যালিতে স্থানীয় প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্রছাত্রী, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রাসেল-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন:
মধুখালী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মামুন হাসান
মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসেম আবুল
পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দীন আহম্মেদ সতেজ
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আওয়াল আকন
উপজেলা প্রকৌশলী সোহেল রানা
উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব এলাহী
ফরিদপুর জেলা যুবদলের সহসভাপতি আব্দুল আলীম মানিক
উপজেলা কৃষকদলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্নু
উপজেলা যুবদলের সদস্য সচিব তরিকুল ইসলাম ইনামুল
উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু
স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীগণ।
বক্তারা বাংলা নববর্ষের তাৎপর্য ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরেন। সাংস্কৃতিক সম্প্রীতি ও জাতীয় ঐক্যকে প্রাধান্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠান স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।