করোনা সংকটে নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কাজী লোকমান হোসেন ফাউন্ডেশনের অক্সিজেন সিলিন্ডার সেবা শুরু হয়েছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১০টায় নিজ বাড়ি নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা গ্রামে ৫টি অক্সিজেন সিলিন্ডার অন্যান্য চিকিৎসা সেবাসহ ৪টি হট লাইন চালু করেন বীর মুক্তিযোদ্ধা কাজী লোকমান হোসেনের সন্তান কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী ছরোয়ার হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন এ্যাড কাজী নাফিউল মজিদ,কালিয়া পৌরসভার মেয়র মোঃ ওয়াহিদুজ্জামান হিরা, নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি কাজি সালাউদ্দিন বশির, সাবেক ছাত্রলীগ ও কেন্দ্রীয় যুবলীগ নেতা নাদিম
মাহমুদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ রবিউল ইসলাম, কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জামাল হোসেন, পওহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মাহবুব আলী খান, সাধারন সম্পাদক মুকিত মোল্যা।
আরও উপস্থিত ছিলেন বাঐসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামিম মোল্যা, বাঐসোনা ইউনিয়ন যুব লীগের সভাপতি কামরুল ইসলাম, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, পওহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাংগঠনিক সম্পাদক মোঃ মনিররুজ্জামান চৌধূরী, কালিয়া উপজেলা ছাত্রলীদের সাধারন সম্পাদক রাইসুল ইসলাম পান্নু, কালিয়া পৌর- ছাত্রলীদের সভাপতি তানভির আহম্মেদ, সাধারন সম্পাদক প্রশান্ত কুমার দাস, জেলা ছাত্রলীদের সহ-সভাপতি শরিফুল ইসলাম অন্তর, সহ-সম্পাদক নাইম কাজী প্রমূখ।
এসময় কাজী ছরোয়ার হোসেন বলেন, ২০১৯ সালের প্রথম দিকে বীর মুক্তিযোদ্ধা কাজী লোকমান হোসেন ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। শুরুর থেকে অসহায় দূঃস্থদের পাশে থেকে খাদ্য বস্ত্র বিতরন করে আসছে।
করোনাকাল শুরু হলে প্রথম থেকে খাদ্যদ্রব্য বিতরন করে আসছে। বর্তমানে করোনার রুগি বেড়ে যাওয়ায় রুগিদের
শাষকষ্ট হচ্ছে ও মৃত্যূ বেড়ে যাচ্ছে। তাই আমরা এই অক্সিজেন সিলিন্ডার সেবা দেওয়ার জন্য হটলাইন চালু করেছি।
৪টি মটর সাইকেল রেডি রেখেছি হটলাইনে ফোন দিলেই তারা পৌছে দিবে অক্সিজেন সিলিন্ডার। হটলাইন গুলো
হলো-০১৭১১১৩৬৭০৮ (মনির), ০১৭৩১০৮১০৭৫ (আরিফ সিকদার, ০১৯৬৭৫৪৮২৯৮ (প্রশান্ত), ০১৯১২৮৭৬৯২৮ (অন্তর)।