কাজী নূরঃ
যশোর সদর উপজেলার রূপদিয়ায় পূর্ব বিরোধের জের ধরে ১৪ বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকালে এ ঘটনার পরে ভুক্তভোগী, ইজিবাইক চালক মিলন হোসেন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০/৫০ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন, রূপদিয়ার খবির খা, তার তিন ছেলে জাহিদ, আলী ও রমজান, সাদ্দাম, জুবায়ের ও আসলাম।
.
মামলায় উল্লেখ করা হয়, অভিযুক্তদের সাথে ৪০/৫০ বছর পূর্ব থেকে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। তারই জের ধরে মাঝেমধ্যে তার বাড়ি ঘর ভাঙচুর ও জবর দখলের চেষ্টা করে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সকল আসামি দেশিয় ও ধারালো অস্ত্র নিয়ে বাদীসহ তাদের ১৪ বাড়িতে হামলা করে। এ সময় তাদের বাড়ি ভাঙচুরসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।
.
মারপিটে ১২জন আহত হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পে জানালেও তেমন কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরবর্তীতে থানায় অভিযোগ দেয়ার পরে পুলিশ সেখানে উপস্থিত হয়ে ভাঙচুর ও লুটপাটে বাধা প্রদান করে। কিন্তু এর আগে ১৪ বাড়ি থেকে মালামাল লুটপাট ও ভাঙচুর করে ফেলে তারা।
.
এই ব্যাপারে কোতয়ালি থানায় ওসি আবুল হাসনাত খান জানিয়েছেন, আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।