ফরিদপুরের চরভদ্রাসন এম পি ডাঙ্গী ভাঙ্গার মাথা নামক স্থানে শুক্রবার সকাল ৭টার দিকে পদ্মা নদী পার হওয়ার সময় ছোট ইঞ্জিন চালিত নৌকা ডুবে নিখোঁজ রয়েছে আব্দুল্লাহ সর্দার (১৮) নামের এক যুবক।
ঐদিন সকালে ছেলেটি তার পরিচিত কয়েক ব্যাক্তিকে নদী পার করে বাড়ি ফিরে যাওয়ার পথে ঢেউয়ের কবলে পরে নৌকা ডুবে এ ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা।
নিখোঁজ হওয়ার ১১ ঘন্টা পার হলেও বিকেল ৬টা পর্যন্ত এখনও ছেলেটির কোন সন্ধান মেলেনি। ছেলেটি চর হরিরামপুর ইউনিয়নের চরশালেপুর মুন্সি ডাঙ্গী গ্রামের বাসিন্দা জোহরউদ্দিন সর্দারের মেঝ ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে আব্দুল্যাহ মেঝ।
প্রত্যক্ষদর্শী স্থানীয় এক জেলে আদেল ফকির (৭০) জানায় প্রতিদিন সে নদীতে মাছ ধরলেও আজ ঝড়ো হাওয়া ও নদীতে প্রচন্ড ঢেউ থাকায় সে নদী পারে ঘুমিয়েছিল। হঠাৎ কয়েকজন নছিমন চালকের সৌড় চিৎকারে তার ঘুম ভাঙলে তিনি নদীর ওপারে চরের কাছাকাছি একজন মাঝি সহ ছোট একটি নৌকা ডুবে যেতে দেখেন। পানিতে পরে ছেলেটি কয়েকবার হাত উচু করে হাবুডুবু করতে থাকে বলেও জানায় এই ব্যাক্তি।
ঘটনার খবর পেয়ে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃজাকারিয়া হোসেন ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন ও নিখোঁজ যুবকের স্বজনদের নিয়ে পদ্মা নদীর বিভিন্ন স্থানে যুবকের খোজ করেন কিন্তু নদী উত্তাল থাকায় বেশিদুর অগ্রসর হতে পারেননি তারা।পরে দুপুরের দিকে ফরিদপুর হতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসেন।
এসময় নিখোঁজ যুবকে উদ্ধারের বিষয়ে জানতে চাইলে সিনিয়র ষ্টেসন অফিসার সুভাষ বলেন ‘ এই প্রতিকুল আবহাওয়ায় তাদের পক্ষে উদ্ধার কাজ চালানো সম্ভব নয়।তাছাড়া নদীতে প্রচন্ড ঢেউ ও স্রোত থাকায় নিখোঁজ যুবক স্রোতের তোড়ে অনেক দুরে চলে গিয়েছে বলে ধারনা করছেন তারা। নদীর ঢেউ কমলে ট্রলার নিয়ে স্থানীয় ভাবে খোঁজ করার পরামর্শ দেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha