আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইসমাইল হোসেন (১৫) নামে একজন নিতহ হয়েছে। সে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের চাইপাড়া গ্রামের মোঃ আবু বক্কর আলীর ছেলে।
.
শনিবার (১২ এপ্রিল) বিকেল ৫টার দিকে গোমস্তাপুর-রহনপুর সড়কে খোসালপুর নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে তার মৃত্যু হয়।
.
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, শনিবার বিকেল আনুমানিক ৫টার নিজ বাসা থেকে মোটরসাইকেল যোগে রহনপুর আসার পথে খোসালপুর নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি দাওয়া না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের নিকট লাস হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।