ইসমাইল হোসেন বাবুঃ
কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক সদস্য মহাম্মদ আলী জোয়ার্দারকে (৪৫) গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে১২টার সময় মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কেউপুর এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান ইটভাটা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মহাম্মদ আলী মিরপুর পৌরসভার ১নং ওয়ার্ড সুলতানপুর মহল্লার মৃত আবুল হোসেন জোয়ার্দারের ছেলে। তিনি মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক। এ ছাড়াও তিনি মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, শনিবার দুপুরে নাশকতার মামলায় অভিযুক্ত কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক সদস্য মহাম্মদ আলী জোয়ার্দারকে গ্রেফতার করা হয়েছে। গত ৫ এপ্রিল স্থানীয় চুনিয়াপাড়া এলাকার নাশকতার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।