রিপন সরকারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা ইউনিয়নের আউখাবো এলাকায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গতকাল ১২এপ্রিল শনিবার হাসান মিয়া (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সে কুড়িগ্রাম জেলাসদরের গতিয়াসন গ্রামের কফিল মিয়ার ছেলে। হাসান মিয়া রূপগঞ্জের আউখাবো গ্রামে ভাড়ায় বসবাস করে স্থানীয় গার্মেন্টসে চাকরি করেন।
পুলিশ জানায়, গতকাল ১২এপ্রিল শনিবার সকালে মেয়েটি বাসা থেকে বের হয়ে অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা দুপুরের দিকে মেয়েটিকে বাড়ির পাশের একটি নির্জন ঘর থেকে হাত ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে। ঘটনাস্থল থেকে বখাটে হাসান মিয়াকেও তারা আটক করে। পরে মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আটককৃত হাসান মিয়াকে রূপগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে মেয়ের বাবা আব্দুল করিম বাদী হয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে হাসান মিয়াকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।