মোক্তার হোসেন:
রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় বৃহস্পতিবার (১০ এপ্রিল) শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ শুরু হয়েছে। পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি ও এসএসসি কারিগরি শাখার পরীক্ষা এছাড়া পাংশা শাহজুঁই কামিল মাদরাসা কেন্দ্রে ও পাংশা সিদ্দিকীয়া কামিল মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রথম দিনে এসএসসিতে বাংলা প্রথমপত্র এবং দাখিলে কুরআন মাজিদ ও তাজবীদ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব রাশেদা খাতুন জানান, উপজেলার ৯টি বিদ্যালয়ের পরীক্ষার্থীদের সমন্বয়ে পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র।
প্রথম দিনে বাংলা প্রথমপত্র বিষয়ে ৬১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ জন অনুপস্থিত ছিল।
পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব সান্তনা দাস জানান, এসএসসিতে ৬০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন অনুপস্থিত ছিল। এসএসসি কারিগরি শাখায় ৫১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন অনুপস্থিত ছিল।
মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব প্রেমানন্দ বিশ্বাস জানান, ১৭টি বিদ্যালয়ের পরীক্ষার্থীদের সমন্বয়ে মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র। প্রথম দিনে ৮৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন অনুপস্থিত ছিল।
দাখিলে পাংশা শাহজুঁই কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু মুছা আশয়ারী জানান, ১১টি মাদরাসার পরীক্ষার্থীদের সমন্বয়ে অত্র কেন্দ্রে প্রথম দিনে ২৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ জন অনুপস্থিত ছিল।
পাংশা সিদ্দিকীয়া কামিল মাদরাসা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহিম জানান, ১২টি মাদরাসার পরীক্ষার্থীদের সমন্বয়ে অত্র মাদরাসা কেন্দ্রে প্রথম দিনে ৩৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ জন অনুপস্থিত ছিল।
এদিকে, পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা, এসিল্যান্ড মোঃ আমিনুল ইসলামসহ দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ পরীক্ষা কেন্দ্র সমূহ পরিদর্শন করেন। পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা পর্যায়ক্রমে এসএসসি ও সমমানের সকল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে পরীক্ষা কেন্দ্রে কক্ষ পরিদর্শক শিক্ষক এবং পরীক্ষার্থীদের সিট প্লানে বিশেষ কৌশল অবলম্বন করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা এবং পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিবগণ শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।