আব্দুল হামিদ মিঞাঃ
রাজশাহীর বাঘায় শফিকুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা । বৃহস্পতিবার (১০-৪-২০২৫) সন্ধ্যা ৬টা ৫০মিনিটে তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক ইসমত আরা রেশমা মৃত ঘোষণা করেন। নিহত শফিকুল ইসলাম উপজেলার চর চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিদাসখালী গ্ৰামের ফজলুল সেখের ছেলে।
.
এলাকার মেম্বার শহিদুল ইসলাম জানান, তাকে কালিদাস খালির স্কুল ফান্ড এলাকা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে মৃত অবস্থায় দেখতে পান। সে শ্রমিকের কাজ করতো বলে জানান শহিদুল। তার পর আড়াই বছরের প্রতিবন্ধী এক ছেলে সহ এক বছরের মেয়ে রয়েছে। স্ত্রী, বাবা,মা বেঁচে আছেন। ফুফু রোকেয়া সহ স্ত্রী, স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে কান্নায় ভেঙে পড়েন।
.
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে তার বাম হাতের বগলের নিচে কুপানোর চিহ্ন রয়েছে। বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান জানান, ময়না তদন্তের জন্য লাশ থানায় নেওয়া হয়েছে। হত্যায় জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।