ইস্রাফিল হোসেন ইমনঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় পূর্ব শত্রুতার জের ধরে গত ০৫-০৪-২০২৫ ইং তারিখ সন্ধ্যা অনুমান ০৭:০০ ঘটিকার সময় ভেড়ামারা উপজেলা ক্ষেমিরদিয়াড় সমিতির মোড় জনৈক মোঃ খয়বার আলীর বাড়ির সামনের একদল সশস্ত্র দূর্বৃত্তরা জিয়ারত আলীর উপর নৃশংস হামলা চালায়। সেখানে পূর্ব হতে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে হারকাটা ও রক্তাক্ত জখম করে।
.
মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তৎক্ষনাৎ প্রেন করেন। এই ঘটনায় ভিকটিম জিয়ারত এর ভাই মোঃ খায়রুল ইসলাম বাদী হয়ে ঘটনার দিন একটি এজাহার দাখিল করেন।
.
ভেড়ামারা থানা এজাহারটি মামলা হিসেবে রুজু করে আসামী গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করেন। এই ঘটনায় ১,২,৩ নং নাসির, জোহা ও শরিফ এই ৩ আসামী কে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন।
.
মামলার বাদী জিয়ারত এর ভাই খাইরুল ইসলাম বলেন, সন্ত্রাসীদের হাতে থাকা ধারালো রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার ভাইয়ের মাথায় কোপ দিলে, কোপটি ভাইয়ের কপালের উপরে লেগে গুরুতর কাঁটা রক্তাক্ত জখম হয় ও তাদের হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দিলে ভাই তার বাম হাত দিয়ে ঠেকানোর চেষ্টাকালে কোপটি ভাইয়ের কনুইয়ে এবং ধারালো রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে পুনরায় মাথায় কোপ দিলে ভাই বাম হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে ভাইয়ের কনুইয়ের পাশে আঘাত লেগে গুরুতর হাড়-কাঁটা রক্তাক্ত জখম করে।
.
এই ঘটনায় ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। সন্ত্রাসীরা যে দলের বা মতের হোক না কেনো আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।