মানিক কুমার দাস:
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় একাধিক ব্যক্তি আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
.
নিহত ব্যক্তিরা হলেন- জোয়াদ সরদার (৭০), ঈমান সরদার (২২), ভারতী সরকার (৪০), মোহাম্মদ আজিবর (৪৫), আলম (৪৫), দীপা খান (৩৪)।
.
মঙ্গলবার বেলা ১১ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলা সদরের বাখুন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
.
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুকসুদপুর থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা ফারাবি পরিবহন নামে একটি লোকাল বাস বাখুন্ডা এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
.
এছাড়া আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার সাইফুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ৫ জনকে মৃত অবস্থায় এবং বাকিদের আহত অবস্থায় উদ্ধার করি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।