আনিসুর রহমানঃ
মহান আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাচন অফিসের কম্পিউটার অপারেটর হরুনর রশিদকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন।
.
সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে উপজেলার মালঞ্চি বাজারে স্থানীয় কয়েকজনের সাথে আড্ডা দেওয়ার সময় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলা ও নির্মম গণহত্যার বিষয়ে কথা উঠলে মহান আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন হারুন।
.
এ নিয়ে রাতেই তার শাস্তির দাবিতে উপজেলা চত্ত্বরে বিক্ষোভ মিছিল করে তাওহীদি জনতা। একই দাবিতে মঙ্গলবার সকালে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এ.কে.এম আফজাল হোসেনের নের্তৃত্বে আরেকটি বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাগাতিপাড়া মডেল থানার ওসি এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করা হয়। এরপর অভিযুক্ত হারুনর রশিদকে প্রত্যাহারের নির্দেশ দেন জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম।
.
বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত হারুনর রশিদ পলাতক রয়েছে। তাকে আটক করে দূত আইনের আওতায় আনা হবে।
প্রিন্ট