স্টাফ রিপোর্টারঃ
ফরিদপুরের বোয়ালমারীতে ব্যবসায়ী সুবাস সাহার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
.
সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজার নিজস্ব অফিসে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সুবাস সাহা বলেন, কিছু কুচক্রী মহল আমার মানসম্মান ক্ষুন্ন করার লক্ষে হত দরিদ্র সামেলা নামের এক মহিলার বাড়ি পোড়ানোর অভিযোগ এনে মিথ্যা ও ভিত্তিহীন কুরুচিপূর্ণ সংবাদ পরিবেশন করেন। এ বিষয়ে আমি কিছু জানি না। ওই মহিলাকে দিয়ে থানায় একটি মিথ্যা অভিযোগও দিয়েছে ওই মহলটি। আমি এর তিব্র নিন্দা জানাই।
.
জানা যায়, উপজেলার ঘোষপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শেলাহাটি গ্রামের বাসিন্দা মো. সিদ্দিক শেখ ও তার স্ত্রী সামেলাকে নিয়ে বসবাস করেন সুবাস সাহা ও রেলের আংশিক জায়গা দখল করে।
.
সামেলার স্বামী সিদ্দিক শেখ সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বলেন, আমার স্ত্রীকে দিয়ে একটি মহল এ কাজ করিয়েচে। সেদিন সকালে ঘরের মালামাল সাতৈর বাজার আমার কাছে রেখে যায়। পরে রাতে শুনি বাড়তে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় সুবাস সাহা জড়িত না। তিনি আরও আগেই আমাদের বাড়ি তৈরীর জন্য ৩০ হাজার টাকা দিয়েছেন। সেই টাকা দিয়ে নতুন একটি ঘরও তৈরী করেছি। আমরা সে ঘরে যাওয়ার আগেই ওই মহলটি স্ত্রীর সাথে যোগাযোগ করে এ ঘটনা ঘটিয়েছে। এখন আমার স্ত্রীর খোঁজও পাচ্ছিনা। সুবাস সাহা একজন ভালো লোক। তাকে ফাঁসাতে আমার স্ত্রীকে ব্যবহার করেছে ওই মহলটি।
.
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সুবাস সাহা, সামেলার স্বামী সিদ্দিক শেখ, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জিয়া ওরফে জিয়া মেম্বর, বিএনপি নেতা সৈয়দ টুটুল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111