মোঃ আবদুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভোলাহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাথী এন্টারপ্রাইজ নাইট কোচ থেকে ৯০ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ।
আটকৃতরা হলেন, সাথী এন্টারপ্রাইজের চালক শহিদুল ইসলাম (৩২), সে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের গোপাল নগর গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে, একই গাড়ির সুপারভাইজার মোঃ হারুন অর রশিদ নিশান (২৬), সে ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের পঞ্চনন্দপুর গ্রামের মৃত হুমায়ন কবিরের ছেলে এবং একই গাড়ির হেলপার মোঃ আশিক (১৯), সে ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের মধুপুর গ্রামের মোঃ শামসুদ্দিনের ছেলে।
শুক্রবার (৫ এপ্রিল) রাত ১০ টার দিকে উপজেলার রহনপুর কলেজ মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থেকে ছেড়ে আসা সাথী এন্টারপ্রাইজের গাড়ি থামিয়ে তল্লাশি করলে বক্সে একটি বস্তায় রাখা ৯০ বোতল ফেনসিডিলসহ সাথী এন্টারপ্রাইজ গাড়ি ও গাড়ির ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারকে আটক করা হয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন শনিবার সাংবাদিকদের জানান, শুক্রবার রাতে খবর পেয়ে ভোলাহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাথী এন্টারপ্রাইজের গাড়িটি রহনপুর কলেজ মোড়ে থামিয়ে তল্লাশি করলে গাড়ির বক্সে বস্তায় মোড়ানো ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গাড়ির ড্রাইভার, সুপারভাইজার ও হেলপার জরিত রয়েছে। তাই গাড়িসহ গাড়ির ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারকে আটক করে মাদকদ্রব্য আইনে মামলা করে শনিবার আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111