আরিফুল ইসলাম জয়ঃ
কুড়িগ্রাম জেলায় ভূরুঙ্গামারীতে ইসলামী যুব আন্দোলনের আয়োজনে শুক্রবার অনুষ্ঠিত হয় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলার সোনাহাট স্থলবন্দর জিরো পয়েন্টে সোনাহাট ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহযোগিতায় ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সোনাহাট স্থলবন্দর এর বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ্ব মো: সৈয়দ আলির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদীয় আসন ২৫ কুড়িগ্রাম-১ এর সম্ভাব্য প্রার্থী হারিসুল বারি রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্বগণ। উক্ত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন উত্তর বঙ্গের ইসলামী শিল্পীগোষ্ঠী দূর্বার, রাহে নাজাত। বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন কলরব শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আসাদুজ্জামান আল আসাদ, পরিচালক দূর্বার শিল্পীগোষ্ঠী।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111