মোঃ আলম মৃধাঃ
নরসিংদীর বড় বাজারের ডায়মন্ড টেইলার্সে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে পুরোপুরি ভস্মিভূত হয়ে গেছে দ্বোতালায় অবস্থিত এই টেইলার্সের কাপড়সহ সকল মালামাল।
.
গত (২ এপ্রিল) বুধবার রাত দশটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে নরসিংদী ও মাধবদীর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
.
স্থানীয় সূত্রে জানা যায়, রাত দশটার দিকে দোকানের অভ্যন্তরে আগুনের সূত্রপাত দেখতে পায় স্থানীয়রা। কাপড়ের দোকান হওয়ায় মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে এমনটাই বলেন তারা। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
.
আরো জানা যায়, প্রতিষ্ঠানটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ থেকে সাড়ে ৩ কোটি টাকার কাপড় পুরোপুরি ভষ্মিভূত হয়েছে।
.
নরসিংদী ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাঈম ইবনে হাসান বলেন, খবর পেয়ে আমরা নরসিংদী ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। পরে নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট যোগদান করে রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অগ্নিকান্ডের কারণ সম্পর্কে পরে বলা যাবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111