মোল্লা জসিমউদ্দিনঃ
প্রতি বছরের মতো এ মরশুমের জন্য বিধান শিশু উদ্যানে সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে। এ বছর উদ্যানের নিয়মিত সভ্য সভ্যাদের পাশাপাশি বস্তিবাসী শিশুদেরও সম্পূর্ণ বিনামূল্যে সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। মূলত পুরপিতা শান্তিরঞ্জন কুণ্ডুর প্রস্তাবেই এই উদ্যোগ।
.
কলকাতার হাডকো মোড় সংলগ্ন বিধান শিশু উদ্যানে বুধবার (২ মার্চ) অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি ড. পার্থ কর্মকার, পুরপিতা শান্তিরঞ্জন কুণ্ডু, শ্রী শ্যামলাল আগরওয়াল।
.
আগামীদিনে বিধান শিশু উদ্যানে খেলাধুলার নিয়মিত বিভাগগুলোতে উদ্যান সংলগ্ন বস্তিবাসী শিশুদেরও শামিল করা হবে বলে জানিয়েছেন বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111