আজকের তারিখ : ডিসেম্বর ২৭, ২০২৪, ৮:১৮ এ.এম || প্রকাশকাল : জুলাই ১৯, ২০২১, ৮:১১ পি.এম
রাজবাড়ীতে জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী প্রদান
রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী প্রদান করা হয়েছে। রাজবাড়ী জেলা পরিষদ চত্বরে গত রবিবার ১৮ জুলাই সকালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জাহাঙ্গীর প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে রাজবাড়ী সদর উপজেলার প্রায় ১হাজার ৩শত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী প্রদান করা হয়। রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আপনাদের (বীর মুক্তিযোদ্ধাদের) সম্মানী গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি আবেগঘন পরিবেশে বলেন, করোনাকালীন এই দুঃসময়ে আপনাদের এভাবে ডাকা ঠিক হয়নি। কিন্তু কখন কার জীবন চলে যায়, হয়তো কারো সাথে আর দেখা নাও হতে পারে। জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার নতুন ও ভবিষ্যৎ প্রজন্মের মুক্তিযুদ্ধের ইতিহাস জানার জন্য পরিবারের সবার সাথে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক গল্প করার গুরুত্বারোপ করেন। তিনি সকলকে স্বাস্থ্য সচেতন হওয়ার আহবান জানান।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার তার কন্যা রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী শামীমা আক্তার মুনমুনকে উপস্থিত মুক্তিযোদ্ধাদের সাথে পরিচয় করিয়ে দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha